পরিচ্ছেদঃ ৪. উযূর বিবরণ - কতটুকু পরিমাণ পানি দিয়ে উযূ ও গোসল যথেষ্ট হবে
৫৬। উক্ত সাহাবী [আনাস (রাঃ)] থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ’মুদ্দ’ (ছয় শত গ্রাম) পানি দিয়ে উযূ ও এক সা’ (আড়াই কেজির সামান্য বেশী) থেকে পাঁচ ’মুদ্দ’ পরিমাণ পানি দিয়ে গোসল করতেন।” (এক সা’ অর্থাৎ ৪ মুদ্দ বা ২৬৬০ গ্রাম)[1]
وَعَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَتَوَضَّأُ بِالْمُدِّ, وَيَغْتَسِلُ بِالصَّاعِ إِلَى خَمْسَةِ أَمْدَادٍ. مُتَّفَقٌ عَلَيْهِ
-
صحيح. رواه البخاري (201)، ومسلم (325) (51)
وعنه قال: كان رسول الله - صلى الله عليه وسلم - يتوضا بالمد, ويغتسل بالصاع الى خمسة امداد. متفق عليه
-
صحيح. رواه البخاري (201)، ومسلم (325) (51)
[1] বুখারী (২০০১); মুসলিম (৫১, ৩২৫)
Narrated Anas (rad):
Allah’s Messenger (ﷺ) used only one Mudd of water for ablution and one Sa’ to five Mudd of water for his bath [ Agreed upon].
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ১ঃ পবিত্রতা (كتاب الطهارة)