পরিচ্ছেদঃ ৩৮. নির্ভরযোগ্য বর্ণনাকারী হতে হাদীস বর্ণনা প্রসঙ্গে
৪৩৮. ইবনু আউন থেকে বর্ণিত, মুহাম্মদ (ইবনু সীরীন) বলেন: এ ইলমই হলো দীন। সুতরাং তোমরা লক্ষ্য করো কার নিকট হতে তোমরা তোমাদের দীন গ্রহণ করছো।[1]
بَابٌ فِي الْحَدِيثِ عَنِ الثِّقَاتِ
أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: لَا أَدْرِي سَمِعْتُهُ مِنْهُ أَوْ لابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ «إِنَّ هَذَا الْعِلْمَ دِينٌ، فَانْظُرُوا عَمَّنْ تَأْخُذُونَ دِينَكُمْ
أثر صحيح
اخبرنا ابو عاصم، قال: لا ادري سمعته منه او لابن عون، عن محمد «ان هذا العلم دين، فانظروا عمن تاخذون دينكم
اثر صحيح
[1] তাহক্বীক্ব: এ হাদীসটি সহীহ।
তাখরীজ: এটি ৩৯৯, ৪৩৩ নং এ গত হয়েছে, পূর্ণ তাখরীজের জন্য সেখানে দেখুন।
তাখরীজ: এটি ৩৯৯, ৪৩৩ নং এ গত হয়েছে, পূর্ণ তাখরীজের জন্য সেখানে দেখুন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
ভূমিকা (المقدمة)