পরিচ্ছেদঃ ২০. তৃতীয় অনুচ্ছেদ - ওয়াসিয়্যাত (অন্তিম উপদেশ বা নির্দেশ)
৩০৭৯-[১০] আর বায়হাক্বী (রহঃ) তাঁর শু’আবুল ঈমানে আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন।[1]
] وَرَوَاهُ الْبَيْهَقِيُّ فِي
شُعَبِ الْإِيمَانِ
عَنْ أَبِي هُرَيْرَة رَضِي الله عَنهُ
] ورواه البيهقي في
شعب الايمان
عن ابي هريرة رضي الله عنه
[1] বায়হাক্বীতে এ শব্দে পাওয়া যায়নি।
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-১২: ক্রয়-বিক্রয় (ব্যবসা) (كتاب البيوع)