পরিচ্ছেদঃ জাহান্নামের বিবরণ
(৩৮৭৪) আবূ মূসা (রাঃ) কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে জাহান্নামীরা কেঁদে এত অশ্রু ঝরাবে যে, তাতে নৌকা চালানোও সম্ভব হবে। তারা রক্তের অশ্রুও ঝরাবে।
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ - رضي الله عنه - قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - :إِنَّ أَهْلَ النَّارِ لَيَبْكُونَ حَتّٰـى لَوْ أُجْرِيَتِ السُّفُنُ فِي دُمُوعِهِمْ لَجَرَتْ وَإِنَّهُمْ لَيَبْكُونَ الدَّمَ
وعن ابي موسى الاشعري - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم - :ان اهل النار ليبكون حتـى لو اجريت السفن في دموعهم لجرت وانهم ليبكون الدم
(হাকেম ৮৭৯১, সহীহুল জামে’ হা/ ২০৩২)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ মূসা আল- আশ'আরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৩১/ হৃদয়-গলানো উপদেশ