৩৬৩৮

পরিচ্ছেদঃ গায়রুল্লাহর নামে শপথ করা নিষেধ

(৩৬৩৮) আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হলফ করে তাতে বলে ’লাত ও উযযার (কোন গায়রুল্লাহর) কসম’ সে যেন ’লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ وَاللَّاتِ وَالْعُزَّى فَلْيَقُلْ لَا إِلٰهَ إِلَّا اللهُ

عن ابي هريرة رضي الله عنه قال قال رسول الله ﷺ من حلف فقال في حلفه واللات والعزى فليقل لا اله الا الله

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৮/ নযর ও কসম