পরিচ্ছেদঃ আয়েশা (রাঃ) এর মাহাত্ম্য
(২৮৬৬) আয়েশা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন,
(يَا عَائِشَةُ هٰذَا جِبْرِيْلُ يُقْرِئُكِ السَّلَامَ)
হে আয়েশ! এই জিবরীল (আঃ) তোমাকে সালাম পেশ করছেন।
আমিও উত্তরে বললাম, ’অআলাইহিস সালামু অরাহ্মাতুল্লাহি অবারাকাতুহ।’
(ইয়া রাসূলাল্লাহ!) আমরা যা দেখতে পাই না, তা আপনি দেখতে পান।
-
-
(বুখারী ৩৭৬৮, মুসলিম ৬৪৫৭)