পরিচ্ছেদঃ ২৫৯৯. জুমু'আর সালাত শেষে কায়লুলা (দুপুরের বিশ্রাম গ্রহন)
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৫৮৪৪, আন্তর্জাতিক নাম্বারঃ ৬২৭৯
৫৮৪৪। মুহাম্মদ ইবনু কাসীর (রহঃ) ... সাহল ইবনু সা’দ (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমরা জুমুআর সালাত (নামায/নামাজ) এর পরেই কায়লুলা করতাম এবং দুপূরের খাবার খেতাম।
باب الْقَائِلَةِ بَعْدَ الْجُمُعَةَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ كُنَّا نَقِيلُ وَنَتَغَدَّى بَعْدَ الْجُمُعَةِ.
حدثنا محمد بن كثير، حدثنا سفيان، عن ابي حازم، عن سهل بن سعد، قال كنا نقيل ونتغدى بعد الجمعة.
Narrated Sahl bin Sa`d:
We used to have a midday nap and take our meals after the Jumua (prayer).
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ সাহল বিন সা'দ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
৬৬/ অনুমতি চাওয়া (كتاب الاستئذان)