৯০৬

পরিচ্ছেদঃ তাহিয়্যাতুল মাসজিদ

(৯০৬) জাবের (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলাম, তখন তিনি মসজিদে ছিলেন। তিনি বললেন, দু’ রাকআত নামায পড়।

وَعَن جَابِرٍ قَالَ : أَتَيْتُ النَّبيَّ ﷺ وَهُوَ في المَسْجِدِ فَقَالَ صَلِّ رَكْعَتَيْنِ متفقٌ عَلَيْهِ

وعن جابر قال : اتيت النبي ﷺ وهو في المسجد فقال صل ركعتين متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৬/ স্বলাত (নামায)