৮৮৫

পরিচ্ছেদঃ মাগরেবের ফরয নামাযের পূর্বে ও পরের সুন্নতের বিবরণ

(৮৮৫) আব্দুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ) হতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দু’বার) বললেন, তোমরা মাগরেবের পূর্বে (দু’ রাকআত) নামায পড়। অতঃপর তৃতীয় বারে তিনি বললেন, যার ইচ্ছা হবে, (সে পড়বে।)

وَعَن عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ صَلُّوا قَبْلَ المَغْرِبِ قال في الثَّالِثَةِ لِمَنْ شَاءَ رواه البُخَارِيُّ

وعن عبد الله بن مغفل عن النبي ﷺ قال صلوا قبل المغرب قال في الثالثة لمن شاء رواه البخاري

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৬/ স্বলাত (নামায)