পরিচ্ছেদঃ নামায কাযা
(৮৩৩) আনাস (রাঃ) কর্তৃক অন্য এক বর্ণনায় আছে, যে ব্যক্তি কোন নামায পড়তে ভুলে যায়, সে যেন তা স্মরণ হওয়া মাত্র পড়ে নেয়। (এই কাযা আদায় করা ছাড়া) এর জন্য আর অন্য কোন কাফফারা (প্রায়শ্চিত্ত) নেই।
عَن أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ مَنْ نَسِىَ صَلاَةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا لاَ كَفَّارَةَ لَهَا إِلاَّ ذَلِكَ
عن انس بن مالك ان رسول الله ﷺ قال من نسى صلاة فليصلها اذا ذكرها لا كفارة لها الا ذلك
(বুখারী ৫৯৭, মুসলিম ১৫৯৮, মিশকাত ৬০৩)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৬/ স্বলাত (নামায)