পরিচ্ছেদঃ রাতে উঠে (তাহজ্জুদ) নামায পড়ার ফযীলত
(৭৯৫) উক্ত রাবী (রাঃ) হতে আরো বর্ণিত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম দিকে ঘুমাতেন ও শেষের দিকে উঠে নামায পড়তেন।
(অধিকাংশ ক্ষেত্রে তিনি এরূপ করতেন নচেৎ এর ব্যতিক্রমও করতেন।)
وَعَنْهُ : أَنَّ النَّبيَّ ﷺ كَانَ يَنَامُ أَوَّلَ اللَّيلِ وَيَقُومُ آخِرَهُ فَيُصَلِّي متفقٌ عَلَيْهِ
وعنه : ان النبي ﷺ كان ينام اول الليل ويقوم اخره فيصلي متفق عليه
(বুখারী ১১৪৬, মুসলিম ১৭৬২)