পরিচ্ছেদঃ ফজর ও এশার জামাআতে হাযির হতে উৎসাহদান
(৬৮৯) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি লোকে এশা ও ফজরের নামাযের ফযীলত জানতে পারত, তাহলে তাদেরকে হামাগুড়ি বা পাছা ছেঁচড়ে আসতে হলেও তারা অবশ্যই ঐ নামাযদ্বয়ে আসত।
وَعَنْ أَبيْ هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ لأَتَوْهُمَا وَلَوْ حَبْواً متفقٌ عَلَيهِ وقد سبق بِطولِهِ
                      وعن ابي هريرة   ان رسول الله ﷺ قال   ولو يعلمون ما في العتمة والصبح لاتوهما ولو حبوا   متفق عليه وقد سبق بطوله                     
                  
                  (বুখারী ৬১৫, মুসলিম ১০০৯)