পরিচ্ছেদঃ ফজর ও আসরের নামাযের ফযীলত
(৬৫০) বুরাইদা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামায ত্যাগ করল, নিঃসন্দেহে তার আমল নষ্ট হয়ে গেল।
وَعَن بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ مَنْ تَرَكَ صَلاَةَ العَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ رواه البخاري
وعن بريدة قال: قال رسول الله ﷺ من ترك صلاة العصر فقد حبط عمله رواه البخاري
(বুখারী ৫৫৩, আহমাদ ২২৯৫৭, নাসাঈ ৪৭৪, ইবনে খুযাইমা ৩৩৬)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ বুরায়দাহ ইবনু হুসাইব আল-আসলামী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৬/ স্বলাত (নামায)