৪৯৮

পরিচ্ছেদঃ পুণ্যের পথ অনেক

(৪৯৮) জাবের (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নেকীর কাজ সাদকাহ স্বরূপ।

وعَن جَابِرٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ رواه البخاري

وعن جابر قال : قال رسول الله ﷺ كل معروف صدقة رواه البخاري

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
৪/ আন্তরিক কর্মাবলী