পরিচ্ছেদঃ অশুভ লক্ষণ মানা নিষেধ
(৪৬) আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগের সংক্রমণ ও অশুভ লক্ষণ বলতে কিছুই নেই। শুভ লক্ষণ মানা আমার নিকট পছন্দনীয়। আর তা হল, উত্তম বাক্য।
وَعَن أَنَسٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ لاَ عَدْوَى وَلاَ طِيَرَةَ وَيُعْجِبُنِي الفَأْلُ قَالُوْا : وَمَا الفَألُ ؟ قَالَ كَلِمَةٌ طَيِّبَةٌ متفق عَلَيْهِ
وعن انس قال : قال رسول الله ﷺ لا عدوى ولا طيرة ويعجبني الفال قالوا : وما الفال ؟ قال كلمة طيبة متفق عليه
(অর্থাৎ, উত্তম বাক্য শুনে মনে মনে কল্যাণের আশা পোষণ করা, যেমন চাকরীর দরখাস্ত নিয়ে গিয়ে কারো নাম জিজ্ঞেস করলেন, সে বলল, মঞ্জুর আলী। তখন আপনার মনে দরখাস্ত মঞ্জুর হওয়ার আশা করা বিধি-সম্মত।)
-
(বুখারী ৫৭৭৬, মুসলিম ৫৯৩৩-৫৯৩৪)
-
(বুখারী ৫৭৭৬, মুসলিম ৫৯৩৩-৫৯৩৪)