পরিচ্ছেদঃ ২৩৪৬. লৌহ শিরস্ত্রাণ
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৫৩৯২, আন্তর্জাতিক নাম্বারঃ ৫৮০৮
৫৩৯২। আবূল ওয়ালীদ (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর যখন মক্কায় প্রবেশ করেন, তখন তার মাথার সেই লৌহ শিরস্ত্রাণ ছিল।
باب الْمِغْفَرِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ.
حدثنا ابو الوليد، حدثنا مالك، عن الزهري، عن انس ـ رضى الله عنه ـ ان النبي صلى الله عليه وسلم دخل مكة عام الفتح وعلى راسه المغفر.
Narrated Anas bin Malik:
In the year of the conquest of Mecca the Prophet (ﷺ) entered Mecca, wearing a helmet on his head.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
৬৪/ পোষাক-পরিচ্ছদ (كتاب اللباس)