পরিচ্ছেদঃ ৬৩. আরাফা ময়দানে খুৎবা
১৯১৮। আবূ ’আমর ’আব্দুল মাজীদ (রহ.) সূত্রে বর্ণিত। তিনি আল-আদ্দাআ ইবনু খালিদ (রাযি.) থেকে এই সনদে পূর্বোক্ত হাদীসটির ভাবার্থে বর্ণনা করেছেন।[1]
আমি এটি সহীহ এবং যঈফে পাইনি।
بَابُ الْخُطْبَةِ عَلَى الْمِنْبَرِ بِعَرَفَةَ
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عَبْدُ الْمَجِيدِ أَبُو عَمْرٍو، عَنِ الْعَدَّاءِ بْنِ خَالِدٍ بِمَعْنَاهُ
لم أجده في الصحيح و لا في الضعيف
حدثنا عباس بن عبد العظيم، حدثنا عثمان بن عمر، حدثنا عبد المجيد ابو عمرو، عن العداء بن خالد بمعناه
لم اجده في الصحيح و لا في الضعيف
[1]. আহমাদ।
This tradition has also been transmitted by Al ‘Adda bin Khalid through a different chain of narrators to the same effect.
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
৫/ হাজ্জ (হজ্জ/হজ) (كتاب المناسك)