১৪০৯

পরিচ্ছেদঃ ৩৩২. সূরাহ সোয়াদের সিজদা্ প্রসঙ্গে

১৪০৯। ইবনু ’আব্বাস রাযিয়াল্লাহু ’আনহুমা সূত্রে বর্ণিত। তিনি বলেন, সূরাহ সোয়াদের সিজদা্ আবশ্যক নয়। তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এখানে সিজদা্ করতে দেখেছি।[1]

সহীহ : বুখারী।

باب السُّجُودِ فِي ‏{‏ ص ‏}‏

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : لَيْسَ ‏(ص)‏ مِنْ عَزَائِمِ السُّجُودِ وَقَدْ رَأَيْتُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَسْجُدُ فِيهَا ‏.‏

- صحيح : خ

حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، حدثنا ايوب، عن عكرمة، عن ابن عباس، قال : ليس ‏(ص)‏ من عزاىم السجود وقد رايت رسول الله صلى الله عليه وسلم يسجد فيها ‏.‏ - صحيح : خ


Narrated Ibn 'Abbas:
A prostration when reciting Sad is not one of those which are divinely commanded, but I have seen Messenger of Allah (ﷺ) prostrate himself.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
২/ সালাত (كتاب الصلاة)