পরিচ্ছেদঃ ১৩৬. সালাতে কেউ সূরাহ্ পড়া ছেড়ে দিলে
৮১৮। আবূ সাঈদ আল-খুদরী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে, আমরা যেন সালাতে সূরাহ ফাতিহা এবং তার সাথে কুরআন থেকে সহজপাঠ্য কোন আয়াত পড়ি।[1]
সহীহ।
بَابُ مَنْ تَرَكَ الْقِرَاءَةَ فِي صَلَاتِهِ بِفَاتِحَةِ الْكِتَابِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ:أُمِرْنَا أَنْ نَقْرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ وَمَا تَيَسَّرَ
- صحيح
حدثنا ابو الوليد الطيالسي، حدثنا همام، عن قتادة، عن ابي نضرة، عن ابي سعيد، قال:امرنا ان نقرا بفاتحة الكتاب وما تيسر
- صحيح
[1] ইবনু মাজাহ (অধ্যায়ঃ সালাত ক্বায়িম, হাঃ ৮৩৯) ‘আয-যাওয়ায়িদ’ গ্রন্থে রয়েছেঃ দুর্বল, এর সনদের আবূ সুফয়ান সা‘দী সম্পর্কে ইবনু ‘আবদুল বার বলেন, তার দুর্বলতার ব্যাপারে সকলে একমত। কিন্তু আবূ সুফয়ানের অনুসরণ (তাবে’) করেছেন কাতাদাহ যেমন তা বর্ননা করেছেন ইবনু হিব্বান তার সহীহ গ্রন্থে।
Abu sa’id said:
we were commanded to recite Fatihat al-kitab and whatever was convenient (from the Qur’an during the prayer).
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
২/ সালাত (كتاب الصلاة)