৪০৬

পরিচ্ছেদঃ ৫. ‘আসরের সালাতের ওয়াক্ত

৪০৬। খায়সামাহ (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, সূর্যের জীবন্ত হওয়ার অর্থ হলো, তার তাপ অবশিষ্ট থাকা বা অনুভূত হওয়া।[1]

সহীহ মাক্বতূ।

باب فِي وَقْتِ صَلَاةِ الْعَصْرِ

حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ خَيْثَمَةَ، قَالَ حَيَاتُهَا أَنْ تَجِدَ، حَرَّهَا ‏.‏
- صحيح مقطوع

حدثنا يوسف بن موسى حدثنا جرير عن منصور عن خيثمة قال حياتها ان تجد حرها صحيح مقطوع


Khaythamah said:
By the life of the sun is meant that you may find heat in it.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
২/ সালাত (كتاب الصلاة)