পরিচ্ছেদঃ ১৩০. জুমু'আর দিন গোসল না করার অনুমতি প্রসঙ্গে
৩৫৪। সামুরাহ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি অযু করল, সে তো ভাল ও উত্তম কাজ করল। আর যে গোসল করল সে অধিকতর উত্তম কাজ করল।[1]
হাসান।
باب فِي الرُّخْصَةِ فِي تَرْكِ الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، قَالَ قَالَ : رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " مَنْ تَوَضَّأَ يَوْمَ الْجُمُعَةِ فَبِهَا نَعِمَتْ وَمَنِ اغْتَسَلَ فَهُوَ أَفْضَلُ " .
- حسن
حدثنا ابو الوليد الطيالسي، حدثنا همام، عن قتادة، عن الحسن، عن سمرة، قال قال : رسول الله صلى الله عليه وسلم " من توضا يوم الجمعة فبها نعمت ومن اغتسل فهو افضل " .
- حسن
[1] আহমাদ (৫/৮, ১৫, ১৬), দারিমী (অধ্যায়ঃ সালাত,অনুঃ জুমু‘আহর দিনে গোসল করা, হাঃ ১৫৪০) হিশাম সূত্রে, তিরমিযী (অধ্যায়ঃ সালাত, অনুঃ জুমু‘আহর দিনে উযু করা, হাঃ ৪৯৭, ইমাম তিরমিযী বলেন, সামুরাহর হাদীসটি হাসান), নাসায়ী (অধ্যায়ঃ জুমু‘আহ, অনুঃ জুমু‘আহর দিনে গোসল না করার অনুমতি প্রসঙ্গে, হাঃ ১৩৭৯), আহমাদ (৫/১) শু‘বাহ সূত্রে, উভয়ে (হিশাম ও শু‘বাহ) কাতাদাহ সূত্রে।
Narrated Samurah:
If any one of you performs ablution (on Friday) that is all right; and if any of you takes a bath, that is better.
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ সামুরাহ ইবনু জুনদুব (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
১/ পবিত্রতা অর্জন ( كتاب الطهارة )