পরিচ্ছেদঃ ৭৬. আগুনে পাকানো জিনিস খেলে অযু করার ব্যাপারে কঠোরতা প্রসঙ্গে
১৯৪। আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আগুনে পাকানো জিনিস খেলে অযু করতে হবে।[1]
সহীহ : মুসলিম।
باب التَّشْدِيدِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ حَفْصٍ، عَنِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " الْوُضُوءُ مِمَّا أَنْضَجَتِ النَّارُ "
- صحيح : م
حدثنا مسدد، حدثنا يحيى، عن شعبة، حدثني ابو بكر بن حفص، عن الاغر، عن ابي هريرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " الوضوء مما انضجت النار "
- صحيح : م
[1] আহমাদ (২/৪৫৮), আবূ বাকর ইবনু হাফ্স সূত্রে, মুসলিম (অনুঃ আগুনে পাকানো খাবার খেয়ে উযু করা, হাঃ ৩৫২) ইবরাহীম ইবনু ক্বায়িস সূত্রে আবূ হুরাইরাহ থেকে এ শব্দে (توضأ مما مست النار), নাসায়ী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ আগুনে পরিবর্তিত জিনিষ খেলে উযু করা, হাঃ ১৭১-১৭২)।
Abu Hurairah reported:
The Messenger of Allah (ﷺ) said: Perform ablution after eating anything which has been cooked by fire.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ সালামাহ্ ইবনু আবদুর রাহমান (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
১/ পবিত্রতা অর্জন ( كتاب الطهارة )