পরিচ্ছেদঃ ৫৫. নাক পরিস্কার করা
১৪০। আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ অযু করে, তখন সে যেন স্বীয় নাকে পানি দিয়ে (পরিস্কার করে) তা ঝেড়ে ফেলে দেয়।[1]
সহীহ : বুখারী ও মুসলিম।
باب فِي الاِسْتِنْثَارِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَلْيَجْعَلْ فِي أَنْفِهِ مَاءً ثُمَّ لِيَنْثُرْ " .
- صحيح : ق
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة، ان رسول الله صلى الله عليه وسلم قال " اذا توضا احدكم فليجعل في انفه ماء ثم لينثر " .
- صحيح : ق
[1] বুখারী (অধ্যায়ঃ উযু, বিজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করা, হাঃ ১৬২), মুসলিম (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ নাকে পানি নেয়া এবং বিজোড় সংখ্যক ঢিলা কুলুব ব্যবহার করা), নাসায়ী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ ঢিলা ব্যবহার, হাঃ ৮৬), আহমাদ (২/২৪২, ২৫৪, ২৭৮, ৪৬৩), সকলেই আবূ যিনাদ সূত্রে।
Abu Hurairah reported:
The Messenger of Allah (ﷺ) said: When any of you performs ablution, he should snuff up water in his nose and eject mucus.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
১/ পবিত্রতা অর্জন ( كتاب الطهارة )