পরিচ্ছেদঃ ৫৩. অযুর অঙ্গসমূহ একবার করে ধোয়া প্রসঙ্গে
১৩৮। ইবনু ’আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অযু সম্পর্কে অবহিত করব না? অতঃপর তিনি অযুর (প্রত্যেক অঙ্গ) একবার করে ধুলেন।[1]
সহীহ : বুখারী।
باب الْوُضُوءِ مَرَّةً مَرَّةً
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَلَا أُخْبِرُكُمْ بِوُضُوءِ رَسُولِ اللهِ صلي الله عليه وسلم؟ فَتَوَضَّأَ مَرَّةً مَرَّةً .
- صحيح : خ
حدثنا مسدد، حدثنا يحيى، عن سفيان، حدثني زيد بن اسلم، عن عطاء بن يسار، عن ابن عباس قال: الا اخبركم بوضوء رسول الله صلي الله عليه وسلم؟ فتوضا مرة مرة .
- صحيح : خ
[1] বুখারী (অধ্যায়ঃ উযু, অনুঃ উযুর অঙ্গগুলো একবার একবার করে ধোয়া, হাঃ ১৫৭), তিরমিযী (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ উযুর অঙ্গগুলো একবার করে ধোয়া, হাঃ ৮০) ইবনু মাজাহ (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ উযুর অঙ্গগুলো একবার একবার করে ধোয়া, হাঃ ৪১১, غرفة غرفة শব্দে), আহমাদ (১/২৩৩) সকলেই সুফয়ান সূত্রে উপরোক্ত সনদে।
‘Ata’ b. Yasar quoting Ibn. ‘Abbas said:
May I not tell you how the Messenger of Allah (ﷺ) performed ablution? He then performed ablution washing each limb once only.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
১/ পবিত্রতা অর্জন ( كتاب الطهارة )