পরিচ্ছেদঃ ৫০. নাবী (ﷺ)-এর অযুর বিবরণ
১২৭। ইবনু ’আক্বীল উপরোক্ত হাদীস কিছু অর্থগত পার্থক্যসহ বর্ণনা করেছেন। তাতে তিনি বলেছেনঃ তিনি তিনবার কুলি করলেন এবং নাকে পানি দিলেন।[1]
রুবাই’ বিনতু মু’আব্বিয সূত্রে শায।
باب صِفَةِ وُضُوءِ النَّبِيِّ صلي الله عليه وسلم
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَقِيلٍ بِهَذَا الْحَدِيثِ يُغَيِّرُ بَعْضَ مَعَانِي بِشْرٍ، قَالَ فِيهِ وَتَمَضْمَضَ وَاسْتَنْثَرَ ثَلَاثًا .
- شاذ عنها
حدثنا اسحاق بن اسماعيل، حدثنا سفيان، عن ابن عقيل بهذا الحديث يغير بعض معاني بشر، قال فيه وتمضمض واستنثر ثلاثا .
- شاذ عنها
[1] পূর্বের (১২৬ নং) হাদীসে গত হয়েছে।
Ibn ‘Uqail reported this tradition with a slight change of wording. In his tradition he said:
He rinsed his mouth three times and snuffed up water three times.
হাদিসের মানঃ শা'জ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
১/ পবিত্রতা অর্জন ( كتاب الطهارة )