পরিচ্ছেদঃ ৩৯. স্ত্রীলোকের ব্যবহারের অবশিষ্ট পানি দিয়ে (পুরুষের) অযু করা
৭৭। ’আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ে জুনুবী অবস্থায় একই পাত্র থেকে (পানি নিয়ে) গোসল করতাম।[1]
সহীহ : বুখারী ও মুসলিম।
باب الْوُضُوءِ بِفَضْلِ وَضُوءِ الْمَرْأَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللهِ، صلي الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ وَنَحْنُ جُنُبَانِ .
- صحيح : ق
حدثنا مسدد، حدثنا يحيى، عن سفيان، حدثني منصور، عن ابراهيم، عن الاسود، عن عاىشة قالت: كنت اغتسل انا ورسول الله، صلي الله عليه وسلم من اناء واحد ونحن جنبان .
- صحيح : ق
[1] বুখারী (অধ্যায়ঃ হায়িয, হাঃ ২৯৯), নাসায়ী (অধ্যায়ঃ পবিত্রতা, হাঃ ২৩৫), আহমাদ (৬/১৮৯, ১৯১, ১৯২, ২১০), সুফয়ান থেকে, এবং মুসলিম (অধ্যায়ঃ হায়িয) আবূ সালামাহ থেকে আয়িশাহ সূত্রে।
-
হাদীস থেকে শিক্ষাঃ
১। জুনুবী ব্যক্তি (প্রকৃতপক্ষে) অপবিত্র নন।
২। নারীর ব্যবহৃত পানির অতিরিক্তাংশ পুরুষের ব্যবহৃত অতিরিক্তাংশের মতই।
৩। এক পাত্র থেকে দু’ ব্যক্তির গোসল করা জায়িয।
-
হাদীস থেকে শিক্ষাঃ
১। জুনুবী ব্যক্তি (প্রকৃতপক্ষে) অপবিত্র নন।
২। নারীর ব্যবহৃত পানির অতিরিক্তাংশ পুরুষের ব্যবহৃত অতিরিক্তাংশের মতই।
৩। এক পাত্র থেকে দু’ ব্যক্তির গোসল করা জায়িয।
Narrated Aishah :
I and the Messenger of Allaah ( sal Allaahu alayhi wa sallam ) took a bath from one vessel while we were sexually defiled.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
১/ পবিত্রতা অর্জন ( كتاب الطهارة )