পরিচ্ছেদঃ ২১১০. পরিতৃপ্ত হওয়া পর্যন্ত আহার করা।
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৪৯৯১, আন্তর্জাতিক নাম্বারঃ ৫৩৮৩
৪৯৯১। মুসলিম (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হল। সে সময় আমরা পরিতৃপ্ত হয়ে খেজুর ও পানি খেলাম।
باب مَنْ أَكَلَ حَتَّى شَبِعَ
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ شَبِعْنَا مِنَ الأَسْوَدَيْنِ التَّمْرِ وَالْمَاءِ.
حدثنا مسلم، حدثنا وهيب، حدثنا منصور، عن امه، عن عاىشة ـ رضى الله عنها ـ توفي النبي صلى الله عليه وسلم حين شبعنا من الاسودين التمر والماء.
Narrated `Aisha:
The Prophet (ﷺ) died when we had satisfied our hunger with the two black things, i.e. dates and water.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
৫৭/ আহার সংক্রান্ত (كتاب الأطعمة)