পরিচ্ছেদঃ ৪০. সালাতুত্ তাসবীহ
১৩২৯-[২] ইমাম তিরমিযী এ ধরনের বর্ণনা আবূ রাফি’ হতে নকল করেছেন।[1]
بَابُ صَلَاةِ التَّسْبِيْحِ
وروى التِّرْمِذِيّ عَن أبي رَافع نَحوه
وروى الترمذي عن ابي رافع نحوه
[1] সহীহ লিগায়রিহী : আত্ তিরমিযী ৪৮২।
ব্যাখ্যা: আল্লামা সুয়ূতী (রহঃ) قوت المغتذي গ্রন্থে বলেছেন যে, ইবনুল জাওযী এটিকে মাওযূ‘আত্ বা জাল হাদীসের অন্তর্ভুক্ত করেছেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৪: সালাত (كتاب الصلاة)