পরিচ্ছেদঃ ৩৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিতরের সালাত
১২৭২-[১৯] আর দারিমী ইবনু ’আব্বাস (রাঃ) থেকে নকল করেছেন। কিন্তু ইমাম আহমাদ ও দারিমী নিজেদের বর্ণনায় ’’মু’আব্বিযাতায়ন’’ উল্লেখ করেননি।[1]
والدارمي عَن ابْن عَبَّاس وَلم يذكرُوا والمعوذتين
والدارمي عن ابن عباس ولم يذكروا والمعوذتين
[1] দারিমী।
ব্যাখ্যা: দারিমীতে যে হাদীসটি ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিত রয়েছে আহমাদে তা উবাই ইবনু কা‘ব (রাঃ) থেকে বর্ণিত রয়েছে, সেখানে বিতরের শেষ রাক্‘আতে শুধু ইখলাস তিলাওয়াতের কথা উল্লেখ রয়েছে, معوذتين বা সূরাহ্ আল ফালাক্ব ও আন্ নাস তিলাওয়াতের কথা উল্লেখ নেই। আর এ হাদীসটি সানাদগত দিক থেকে অধিক বিশুদ্ধ তাই মুহাদ্দিসীনগণ এ হাদীসকেই ‘আমলের জন্য নির্বাচিত করেছেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৪: সালাত (كتاب الصلاة)