১০১০            
          
           
        পরিচ্ছেদঃ ১৯. তৃতীয় অনুচ্ছেদ - সালাতের মাঝে যে সব কাজ করা নাজায়িয ও যে সব কাজ করা জায়িয
১০১০-[৩৩] হাদীসটি ইমাম মালিক ’আত্বা ইবনু ইয়াসার (রহঃ) হতে মুরসালরূপে বর্ণনা করেছেন।[1]
وروى مَالك عَن عَطاء بن يسَار نَحوه مُرْسلا
                      وروى مالك عن عطاء بن يسار نحوه مرسلا                    
                  
                  [1] সহীহ মুরসাল : মুয়াত্ত্বা।