পরিচ্ছেদঃ ১২. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাতে ক্বিরাআতের বর্ণনা
৮৫০-[২৯] ইবনু মাজাহ্ এ হাদীসটি ইবনু ’উমার (রাঃ) হতে নকল করেছেন। কিন্তু এতে ’’লায়লাতুল জুমু’আহ্’’ (অর্থাৎ- জুমু’আর রাত) উল্লেখ নেই।[1]
وَرَوَاهُ ابْنُ مَاجَهْ عَنِ ابْنِ عُمَرَ إِلَّا أَنه لم يذكر «لَيْلَة الْجُمُعَة»
ورواه ابن ماجه عن ابن عمر الا انه لم يذكر «ليلة الجمعة»
[1] য‘ঈফ : ইবনু মাজাহ্ ৮৩৩। ইবনু মাজাহ্ হাদীসটি তাঁর সুনানে বর্ণনা করেছেন। তার শিক্ষক আহমাদ ইবনু বুদায়ল ব্যতীত বাকী সকল রাবীগণ বিশ্বস্ত, বুখারীর রাবী। তার (আহমাদ ইবনু বুদায়ল) মধ্যে স্মৃতিশক্তিজনিত ত্রুটি রয়েছে। ইমাম নাসায়ী বলেনঃ তার কোন সমস্যা নেই। আর ইবনু ‘আদী বলেনঃ তিনি (আহমাদ ইবনু বুদায়ল) হাফস্ ইবনু গিয়াস এবং আরো অনেকের থেকে কতগুলো হাদীস বর্ণনা করেছে যেগুলো আমার মতে মুনকার। আলবানী (রহঃ) বলেনঃ তার (আহমাদ) এ হাদীসটি হাফস্ ইবনু গিয়াস থেকে। ইবনু হাজার ফাতহুল বারীতে বলেনঃ যদিও সানাদটি বাহ্যিকভাবে সহীহ কিন্তু মূলত তা মা‘লুল (দোষযুক্ত)।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
পর্ব-৪: সালাত (كتاب الصلاة)