১১৭৬

পরিচ্ছেদঃ ৫৫৩- সোফা জাতীয় গদিতে বসা।

১১৭৬। মূসা ইবনে দিহকান (রহঃ) বলেন, আমি ইবনে উমার (রাঃ)-কে লাল রং-এর কাপড় পরিহিত অবস্থায় বাসর রাতের খাটের উপর বসা দেখেছি। (তাহাবী)

بَابُ الْجُلُوسِ عَلَى السَّرِيرِ

حَدَّثَنَا يَحْيَى، قَالَ‏:‏ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُوسَى بْنِ دِهْقَانَ قَالَ‏:‏ رَأَيْتُ ابْنَ عُمَرَ جَالِسًا عَلَى سَرِيرِ عَرُوسٍ، عَلَيْهِ ثِيَابٌ حُمْرُ‏.‏

حدثنا يحيى قال حدثنا وكيع عن موسى بن دهقان قال رايت ابن عمر جالسا على سرير عروس عليه ثياب حمر


Musa ibn Dihqan said, "I saw Ibn 'Umar sitting on a bridal seat wearing a red garment."


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
সভা-সমাবেশ ও তার রীতিনীতি