১১৫১

পরিচ্ছেদঃ ৫৩৯- পরে আসা ব্যক্তি মজলিসের শেষ প্রান্তে বসবে।

১১৫১ ৷ জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মজলিসে এসে যেখানে জায়গা (খালি) পাওয়া যেতো, আমাদের যে কেউ সেখানে বসে যেতো। (আবু দাউদ, তিরমিযী, নাসাঈ)

بَابُ يَجْلِسُ الرَّجُلُ حَيْثُ انْتَهَى

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الطُّفَيْلِ، قَالَ‏:‏ حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ‏:‏ كُنَّا إِذَا أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم جَلَسَ أَحَدُنَا حَيْثُ انْتَهَى‏.‏

حدثنا محمد بن الطفيل، قال‏:‏ حدثنا شريك، عن سماك، عن جابر بن سمرة قال‏:‏ كنا اذا اتينا النبي صلى الله عليه وسلم جلس احدنا حيث انتهى‏.‏


Jabir ibn Samura said, "When we came to the Prophet, may Allah bless him and grant him peace, we would sit at the edge of the group."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
সভা-সমাবেশ ও তার রীতিনীতি