১০৫৬

পরিচ্ছেদঃ ৪৭৯- স্ত্রীলোকদের পুরুষ লোককে সালাম দেয়া।

১০৫৬। মুবারক (রহঃ) বলেন, আমি হাসান বসরী (রহঃ) কে বলতে শুনেছিঃ নারীরা পুরুষদেরকে সালাম দিতেন।

بَابُ تَسْلِيمِ النِّسَاءِ عَلَى الرِّجَالِ

حَدَّثَنَا مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا مُبَارَكٌ قَالَ‏:‏ سَمِعْتُ الْحَسَنَ يَقُولُ‏:‏ كُنَّ النِّسَاءُ يُسَلِّمْنَ عَلَى الرِّجَالِ‏.‏

حدثنا موسى، قال‏:‏ حدثنا مبارك قال‏:‏ سمعت الحسن يقول‏:‏ كن النساء يسلمن على الرجال‏.‏


Al-Hasan said, "Be women who greet men."


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
পরস্পর সালাম বিনিময়