১০৫৪

পরিচ্ছেদঃ ৪৭৮- শিশুদের সালাম দেয়া।

১০৫৪। আনবাসা (রহঃ) বলেন, আমি ইবনে উমার (রাঃ) কে মক্তবের বালকদের সালাম দিতে দেখেছি।

بَابُ السَّلامِ عَلَى الصِّبْيَانِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عَنْبَسَةَ قَالَ‏:‏ رَأَيْتُ ابْنَ عُمَرَ يُسَلِّمُ عَلَى الصِّبْيَانِ فِي الْكُتَّابِ‏.‏

حدثنا محمد بن عبيد، قال‏:‏ حدثنا عيسى بن يونس، عن عنبسة قال‏:‏ رايت ابن عمر يسلم على الصبيان في الكتاب‏.‏


'Anbas said, "I saw Ibn 'Umar greet children in the schools."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
পরস্পর সালাম বিনিময়