৫৯৮

পরিচ্ছেদঃ ২৬৯- উপহারাদি গ্রহণ।

৫৯৮। সাবিত (রহঃ) বলেন, আনাস (রাঃ) বলতেন, হে বৎসগণ! তোমরা পরস্পরের জন্য অর্থ-সম্পদ ব্যয় করো, তা তোমাদের মধ্যে সদ্ভাব সৃষ্টির উপায় হবে।

بَابُ قَبُولِ الْهَدِيَّةِ

حَدَّثَنَا مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ قَالَ‏:‏ كَانَ أَنَسٌ يَقُولُ‏:‏ يَا بَنِيَّ، تَبَاذَلُوا بَيْنَكُمْ، فَإِنَّهُ أَوَدُّ لِمَا بَيْنَكُمْ‏.‏

حدثنا موسى قال حدثنا سليمان بن المغيرة عن ثابت قال كان انس يقول يا بني تباذلوا بينكم فانه اود لما بينكم


Anas said to his son, Thabit, "My son, exchange gifts, it will bring about love between you."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
আল-আদাবুল মুফরাদ
বিবিধ বিষয়