পরিচ্ছেদঃ ৩০/২৫. কিয়ামতের আলামতসমূহ
১/৪০৪০। আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি এবং কিয়ামত এমনভাবে প্রেরিত হয়েছি, এই বলে তিনি তাঁর দুইটি আংগুল একত্র করলেন।
بَاب أَشْرَاطِ السَّاعَةِ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، وَأَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ مُحَمَّدُ بْنُ يَزِيدَ قَالاَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا أَبُو حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ " . وَجَمَعَ بَيْنَ إِصْبَعَيْهِ .
উক্ত হাদিসটি সহীহ কিন্তু আবু হিশাম এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২৭৩ টি শাহিদ হাদিস রয়েছে, ৩৯ টি খুবই দুর্বল, ৮০ টি দুর্বল, ৫৬ টি হাসান, ৯৮ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৪৯৩৬, ৫৩০১, ৬৫০৩, ৬৫০৪, ৬৫০৫, মুসলিম ৮৭০, ২৯৫১, ২৯৫৩, তিরমিযি ২২১৩, ২২১৪, দারিমী ২৭৫৯, আহমাদ ১১৮৩৬, ১১৯১৩, ১১৯২৫, ২২৩৫৪, ২২৪৩৭, মু'জামুল আওসাত ৪৯৬৭, ৫৮০১।
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah (ﷺ) said:
“I and the Hour have been sent like these two,” and he held up his two fingers together.