পরিচ্ছেদঃ ৩০/১১. দু’ মুসলিম পরস্পর সংঘাতে লিপ্ত হলে
১/৩৯৬৩। আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ দু’জন মুসলিম পরস্পর সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হলে হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে।
بَاب إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ سُحَيْمٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَا مِنْ مُسْلِمَيْنِ الْتَقَيَا بِأَسْيَافِهِمَا إِلاَّ كَانَ الْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ " .
উক্ত হাদিসটি সহীহ কিন্তু মুবারাক বিন সুহায়ম এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২১০ টি শাহিদ হাদিস রয়েছে, ১ টি জাল, ১১ টি খুবই দুর্বল, ৪০ টি দুর্বল, ৬০ টি হাসান, ৯৮ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ৩১, ৬৮৭৫, ৭০৮৩, মুসলিম ১৫৭, ১৬৮১, ২৮৮৯, আবু দাউদ ৪২৬৮, আহমাদ ১৯০৯২, ১৯১১১, ১৯১৭৬, ১৯২৫১, মু'জামুল আওসাত ১৯৬০, ৮৫৭৪, শারহুস সুন্নাহ ২৫৪৯।
It was narrated from Anas bin Malik that the Prophet (ﷺ) said:
“There are no two Muslims who confront one another with their swords, but both the killer and the slain will be in Hell.”