পরিচ্ছেদঃ ২৬/৪১. যে ব্যক্তি আংটির পাথর তার হাতের তালুর দিকে রাখে
১/৩৬৪৫। ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আংটির পাথর তাঁর হাতের তালুর দিকে রাখতেন।
بَاب مَنْ جَعَلَ فَصَّ خَاتَمِهِ مِمَّا يَلِي كَفَّهُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَجْعَلُ فَصَّ خَاتَمِهِ مِمَّا يَلِي كَفَّهُ .
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا سفيان بن عيينة، عن ايوب بن موسى، عن نافع، عن ابن عمر، ان النبي ـ صلى الله عليه وسلم ـ كان يجعل فص خاتمه مما يلي كفه .
সহীহুল বুখারী ৫৮৬৫, ৫৮৬৬, ৫৮৭৬, ৬৬৫১, মুসলিম ২০৫১, নাসায়ী ৫২১৪, ৫২১৫, ৫২১৬, ৫২১৮, ৫২৮৮, ৫২৯০, ৫২৯৩, আবূ দাউদ ৪২১৮, ৪২২৭, আহমাদ ৪৬৬৩, ৪৮৮৯, ৫২২৭, ৫৩৪৩, ৫৫৫৮, ৫৬৫২, ৫৬৭৩, ৫৯৭১, ৬০৭২, ৬০৮৩, মুখতাসারুশ শামাইল ৮১। তাহকীক আলবানীঃ সহীহ।
It was narrated from Ibn ‘Umar that the Prophet (ﷺ) used to wear (his ring) with the stone nearest his palm.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সুনান ইবনু মাজাহ
২৬/ পোশাক-পরিচ্ছদ (كتاب اللباس)