পরিচ্ছেদঃ ১১/২২. জানাযা তাকবীর সংক্রান্ত।
৫৫৫. আবূ হুরায়রাহ্ (রাযি.) হতে বর্ণিত। নাজাশী যেদিন মারা যান সেদিন-ই আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মৃত্যুর খবর দেন এবং জানাযাহ্’র স্থানে গিয়ে লোকদের কাতারবন্দী করে চার তাকবীর আদায় করলেন।
في التكبير على الجنازة
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ نَعَى النَّجَاشِيَّ فِي الْيَوْمِ الَّذِي مَاتَ فِيهِ، خَرَجَ إِلَى الْمُصَلَّى فَصَفَّ بِهِمْ وَكَبَّرَ أَرْبَعًا
حديث ابي هريرة رضي الله عنه، ان رسول الله نعى النجاشي في اليوم الذي مات فيه، خرج الى المصلى فصف بهم وكبر اربعا
সহীহুল বুখারী, পর্ব ২৩: জানাযা, অধ্যায় ৪, হাঃ ১২৪৫; মুসলিম, পর্ব ১১: জানাযা, অধ্যায় ২২, হাঃ ৯৫১
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১১/ জানাযা (كتاب صلاة الجنائز)