পরিচ্ছেদঃ ৬/৩৪. সুমধুর কণ্ঠে কুরআন পাঠ করা বাঞ্ছনীয়।
৪৫৬. আবূ মূসা (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে আবূ মূসা! তোমাকে দাউদ (’আ.)-এর সুমধুর কন্ঠ দান করা হয়েছে।
استحباب تحسين الصوت بالقرآن
حديث أبِي مُوسى رضي الله عنه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: يَا أَبَا مُوسى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ
حديث ابي موسى رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال له: يا ابا موسى لقد اوتيت مزمارا من مزامير ال داود
সহীহুল বুখারী, পৰ্ব ৬৬ ; আল-কুরআনের ফাযীলাতসমূহ, অধ্যায় ৩১, হাঃ ৫০৪৮; মুসলিম, পর্ব ৬মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৩৪, হাঃ ৭৯৩
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ মূসা আল- আশ'আরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৬/ মুসাফির ব্যক্তির সালাত ও তা ক্বসর করার বর্ণনা (كتاب صلاة المسافرين وقصرها)