১৯৯৬

পরিচ্ছেদঃ ৮১. হজ্জে তাওয়াফে যিয়ারত।

১৯৯৬. মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ..... আয়েশা (রাঃ) ও ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তাঁরা বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমুন্নাহরের দিন তাওয়াফকে রাত পর্যন্ত বিলম্বিত করেন।

باب الإِفَاضَةِ فِي الْحَجِّ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، وَابْنِ، عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَخَّرَ طَوَافَ يَوْمِ النَّحْرِ إِلَى اللَّيْلِ ‏.‏

حدثنا محمد بن بشار، حدثنا عبد الرحمن، حدثنا سفيان، عن ابي الزبير، عن عاىشة، وابن، عباس ان النبي صلى الله عليه وسلم اخر طواف يوم النحر الى الليل ‏.‏


Narrated Aisha, Ummul Mu'minin ; Abdullah Ibn Abbas:

The Prophet (ﷺ) postponed the circumambulation on the day of sacrifice till the night.


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
৫/ হাজ্জ (হজ্জ/হজ) (كتاب المناسك)