১৭৯৮

পরিচ্ছেদঃ ২২. হজ্জে কিরান।

১৭৯৮. উসমান ইবন আবূ শায়রা (রহঃ) ...... আবূ ওয়ায়েল (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল সুবাই ইবন মা’বাদ বলেছেন, আমি একত্রে হজ্জ ও উমরার জন্য ইহরাম বাঁধি। উমার (রাঃ) আমাকে বলেন, তুমি তোমার নবীর সুন্নাত পেয়ে গেছ।

باب فِي الإِقْرَانِ

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ عَبْدِ الْحَمِيدِ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ الصُّبَىُّ بْنُ مَعْبَدٍ أَهْلَلْتُ بِهِمَا مَعًا ‏.‏ فَقَالَ عُمَرُ هُدِيتَ لِسُنَّةِ نَبِيِّكَ صلى الله عليه وسلم ‏.‏

حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير بن عبد الحميد، عن منصور، عن ابي واىل، قال قال الصبى بن معبد اهللت بهما معا ‏.‏ فقال عمر هديت لسنة نبيك صلى الله عليه وسلم ‏.‏


Narrated Umar ibn al-Khattab:

As-Subayy ibn Ma'bad said: I raised my voice in talbiyah for both of them (i.e. umrah and hajj). Thereupon Umar said: You were guided to the practice (sunnah) of your Prophet (ﷺ).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ ওয়াইল (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আবূ দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
৫/ হাজ্জ (হজ্জ/হজ) (كتاب المناسك)