পরিচ্ছেদঃ ৪/৩৫. ফজরের ও মাগরিবের সালাতে কিরাআত
২৬৪. জুবাইর ইবনু মুত’ইম (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মাগরিবের সালাতে সূরা আত-তূর পড়তে শুনেছি।
القراءة في الصبح والمغرب
حَدِيْثُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَرَأَ فِي الْمَغْرِبِ بِالطُّورِ
حديث جبير بن مطعم عن ابيه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قرا في المغرب بالطور
সহীহুল বুখারী, পৰ্ব ১০ : আযান, অধ্যায় ৯৯, হাঃ ৭৬৫; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ৩৫, হাঃ ৪৬৩৪
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ জুবায়র ইবনু মুত‘ইম (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
৪/ সালাত (كتاب الصلاة)