পরিচ্ছেদঃ ২/৩২. কাপড় থেকে মনী ধৌত করা এবং তা রগড়ানো
১৬৫. আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি কাপড়ে লাগা বীর্য সম্পর্কে জিজ্ঞাসিত হলে বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাপড় হতে তা ধুয়ে ফেলতাম। তিনি কাপড় বোয়ার ভিজা দাগ নিয়ে সালাতে বের হতেন।
غسل المني في الثوب وفركه
حَدِيْثُ عَائِشَةَ سُئِلَتْ عَنِ الْمَنِيِّ يُصِيبُ الثَّوْبَ فَقَالَتْ كُنْتُ أَغْسِلُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَيَخْرُجُ إِلَى الصَّلاَةِ وَأَثَرُ الْغَسْلِ فِي ثَوْبِهِ بُقَعُ الْمَاءِ
حديث عاىشة سىلت عن المني يصيب الثوب فقالت كنت اغسله من ثوب رسول الله صلى الله عليه وسلم فيخرج الى الصلاة واثر الغسل في ثوبه بقع الماء
সহীহুল বুখারী, পৰ্ব ৪ : উযূ, অধ্যায় ৬৪, হাঃ ২৩০; মুসলিম, পর্ব ২: পবিত্রতা, অধ্যায় ৩২, হাঃ ২৮৮
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
২/ পবিত্রতা (كتاب الطهارة)