পরিচ্ছেদঃ ৯১/৩৫. স্বপ্নে নিরাপদ মনে করা ও ভীতি দূর হতে দেখা।
৭০২৯. এ ঘটনা (স্বপ্ন) আমি হাফসাহ (রাঃ)-এর নিকট বর্ণনা করলাম। আর হাফসাহ (রাঃ) তা রাসূলূল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট বর্ণনা করলেনঃ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: ’আবদুল্লাহ্ তো নেক্কার লোক। নাফি’ (রহ.) বলেন, এরপর থেকে তিনি সর্বদা অধিক করে (নফল) সালাত আদায় করতেন।[1] [১১২২] (আধুনিক প্রকাশনী- ৬৫৪২ শেষাংশ, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৫৫)
بَاب الأَمْنِ وَذَهَابِ الرَّوْعِ فِي الْمَنَامِ
فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ عَبْدَ اللهِ رَجُلٌ صَالِحٌ لَوْ كَانَ يُصَلِّي مِنْ اللَّيْلِ فَقَالَ نَافِعٌ فَلَمْ يَزَلْ بَعْدَ ذَلِكَ يُكْثِرُ الصَّلاَةَ.
(১) নফল বা তাহাজ্জুদ নামাযের ফযীলত।
(২) নবী (সাঃ) এর সাথে আব্দুল্লাহ ইবনু ওমরের শিষ্টাচারিতা ও তাঁকে ভয় করা-যার কারণে তিনি স্বীয় স্বপ্ন বর্ণনা করেননি।
(৩) স্বপ্ন বর্ণনা করার ক্ষেত্রে প্রতিনিধিত্বের বৈধতা।
(৪) মসজিদে রাত্রী যাপনের বৈধতা।
(৫) সুন্নাত পরিহার সম্পর্কে ভীতি প্রদর্শন।
(৬) কোন কোন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন হয় না। (ফাতহুল বারী)
I narrated this dream to (my sister) Hafsa and she told it to Allah's Messenger (ﷺ). Allah's Messenger (ﷺ) said, "No doubt, `Abdullah is a good man." (Nafi` said, "Since then `Abdullah bin `Umar used to pray much.)