পরিচ্ছেদঃ ১/১২. ঈমানের শাখা-প্রশাখা।
২৩. ’ইমরান ইবনু হুসাইন (রাযি.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা মঙ্গল ছাড়া আর কিছু আনে না।
باب شعب الامان
. حَدِيْثُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْحَيَاءُ لاَ يَأْتِي إِلاَّ بِخَيْرٍ
. حديث عمران بن حصين قال قال النبي صلى الله عليه وسلم الحياء لا ياتي الا بخير
সহীহুল বুখারী, পর্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ৭৭, হাঃ ৬১১৭; মুসলিম, পৰ্ব ১: ঈমান, অধ্যায় ১২, হাঃ ৩৭
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ ইমরান ইবনু হুসায়ন (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১/ ঈমান (كتاب الإيمان )