পরিচ্ছেদঃ ১/১২. ঈমানের শাখা-প্রশাখা।
২১. আবূ হুরায়রাহ্ (রাযি.) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ষাটেরও অধিক শাখা রয়েছে। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা।
باب شعب الامان
حَدِيْثُ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الْإِيمَانِ
حديث ابي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قال الايمان بضع وستون شعبة والحياء شعبة من الايمان
সহীহুল বুখারী, পর্ব ২: ঈমান, অধ্যায় ৩, হাঃ ৯; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ১২, হাঃ ৩৫
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
আল-লুলু ওয়াল মারজান
১/ ঈমান (كتاب الإيمان )