১৫৮৮

পরিচ্ছেদঃ ২৭৬ : জালিয়াতি ও ধোঁকাবাজি হারাম

২/১৫৮৮। উক্ত রাবী (আবূ হুরাইরা) রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’[ক্রয় করার ইচ্ছা না থাকা সত্ত্বেও বিক্রেতার জিনিসের মূল্য বৃদ্ধি করার জন্য ক্রেতা আকৃষ্ট করে] দালালি করো না।’’ (বুখারী ও মুসলিম) [1]

(276) بَابُ النَّهْيِ عَنِ الْغِشِّ وَالْخِدَاعِ

وَعَنْهُ : أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ: «لاَ تَنَاجَشُوا». متفق عَلَيْهِ

وعنه : ان رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قال: «لا تناجشوا». متفق عليه

(276) Chapter: Prohibition of Deceiving others


Abu Hurairah (May Allah be pleased with him) said:
The Messenger of Allah (ﷺ) said, "Do not practise Najsh (to cheat)."

[Muslim].

Commentary: This Hadith has already been mentioned (Hadith No. 1591). Najsh means to offer a high price for something in order to allure another customer who is interested in the thing. If a person has no intention of purchasing a thing which is being auctioned, one should not give a higher bid for it because its genuine customer will be deceived by it, and he will purchase it at a higher price. This is also a form of deceit which must be strictly avoided.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
১৭/ নিষিদ্ধ বিষয়াবলী (كتاب الأمور المنهي عنها)