১৩২৮

পরিচ্ছেদঃ ২৩৪: জিহাদ ওয়াজিব এবং তাতে সকাল-সন্ধ্যার মাহাত্ম্য

৩৬/১৩২৮। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতাকে (উহুদ যুদ্ধের দিন) তাঁর অঙ্গ-প্রত্যঙ্গ ছেদন হেতু বিকৃত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট নিয়ে আসা হল এবং তাঁর সামনে রাখা হল। আমি পিতার চেহারা খুলতে গেলাম; কিন্তু আমাকে আমার আপনজনরা নিষেধ করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “ওকে ফেরেশতাবর্গ নিজেদের ডানাসমূহ দিয়ে সর্বদা ছায়া করছিল।” (বুখারী ও মুসলিম) [1]

(234) بَابُ فَضْلِ الْـجِهَادِ

عَن جَابِرِ بنِ عَبدِ اللهِ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: جِيءَ بِأَبِي إِلَى النَّبِيِّ، قَدْ مُثِّلَ بِهِ، فَوُضِعَ بَيْنَ يَدَيْهِ ؛ فَذَهَبْتُ أَكْشِفُ عَنْ وَجْهِهِ فَنَهَانِي قَوْمِي، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «مَا زَالتِ المَلائِكَةُ تُظِلُّهُ بِأَجْنِحَتِهَا». متفقٌ عَلَيْهِ

عن جابر بن عبد الله رضي الله عنهما، قال: جيء بابي الى النبي، قد مثل به، فوضع بين يديه ؛ فذهبت اكشف عن وجهه فنهاني قومي، فقال النبي صلى الله عليه وسلم: «ما زالت الملاىكة تظله باجنحتها». متفق عليه

(234) Chapter: Obligation of Jihad


Jabir bin 'Abdullah (May Allah be pleased with them) reported:
The dead body of my father, who was mutilated by the enemy, was brought and placed before the Prophet (ﷺ). I got up to uncover his face but the people stopped me, and the Prophet (ﷺ) said, "The angels continue to cover him with their wings."

[Al-Bukhari and Muslim].

Commentary: Many of the Companions of the Prophet (PBUH) were treated by the infidels in the battle of Uhud in a beastly manner out of sheer spite and vengeance. But Islam has strictly forbidden its followers from doing any such thing to its enemies. This Hadith mentions the distinction of `Abdullah which he received by virtue of his martyrdom. He was martyred in the battle of Uhud and his dead body was badly mutilated by the enemies. The Hadith also mentions the honour which martyrs receive from the angels that surround their bodies with their wings


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
১১/ (আল্লাহর পথে) জিহাদ (كتاب الجهاد)